ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকার অতিরিক্ত ভাড়া আদায় করা হবে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
মালিক ও চাঁদাবাজরা এ বিপুল পরিমাণ টাকা লুটে নেবে উল্লেখ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে গণপরিবহন সংকটকে কাজে লাগিয়ে এক শ্রেণির অতিলোভী কিছু মালিক ও পরিবহন চাঁদাবাজদের নেতৃত্বে ভাড়া নৈরাজ্যের এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যদের পৃষ্ঠপোষকতার কারণে সরকার নানাভাবে চেষ্টা করেও এ ভাড়া নৈরাজ্য বন্ধ করতে পারছে না বলে দাবি করেন মোজাম্মেল হক চৌধুরী।
এবারের ঈদে ২৫ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সব পথে প্রায় ৬০ কোটি ট্রিপে যাত্রী পরিবহন করা হতে পারে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, রিকশা-লেগুনা থেকে শুরু করে এসি বা লঞ্চ সব ধরনের যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত।