যুক্তরাজ্যকে ‘সমানুপাতিক জবাব’ দেওয়ার হুমকি রাশিয়ার

0
0

যুক্তরাজ্য যদি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যেতে উস্কানি দেওয়া অব্যাহত রাখে, সেক্ষেত্রে রাশিয়ার পক্ষ থেকে ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলেছে, ‘আমরা শুরু থেকেই লক্ষ্য করছি যে, লন্ডন নানাভাবে কিয়েভে ক্ষমতাসীন সরকারকে রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাওয়ার উস্কানি দিচ্ছে। যদি লন্ডনের এই ভূমিকা অব্যাহত রাখে, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আমরাও তার সমানুপাতিক জবাব দেব’।

মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জেমস হিয়েপ্পি বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেনের অভিযানরত রুশ সেনাদের অস্ত্র ও রসদের সরবরাহ বাধাগ্রস্ত করতে রাশিয়ার ভেতরের বিভিন্ন স্থাপনায় যদি ইউক্রেনীয় সেনারা হামলা করে, সেক্ষেত্রে তা সম্পূর্ণ যৌক্তিক হবে বলে মনে করে ব্রিটেনের সরকার।

তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার তিনটি প্রদেশে রাতভর সিরিজ বিস্ফোরণ ঘটে।

বুধবারের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘কিয়েভে যারা শলা-পরামর্শ দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে আমরা বলতে চাই- রাশিয়ার সশস্ত্র বাহিনী ঘড়ির কাঁটার মতো তৎপর। যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিয়েভের পরার্শকদেরকেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানায় লক্ষ্যবস্তুতে পরিণত করতে তারা কোনো দ্বিধা করবে না’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here