ভোট গণনাকে কেন্দ্র করে আইনজীবীদের হাতাহাতি

0
0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি-ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আইনজীবী সমিতি ভবনের তিন তলায় কনফারেন্স রুমের তালা ভেঙ্গে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী প্রবেশ করতে চাইলে বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রতিরোধ করেন। ওই কক্ষেই সমিতির নির্বাচনের ভোটের ব্যালট থাকায় উভয় পক্ষের কয়েক শ’ আইনজীবী মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে কিল-ঘুষিতে ছড়িয়ে পড়ে উভয় পক্ষ।

একপর্যায়ে কক্ষের দরজার তালা ভেঙ্গে নির্বাচনের ভোট গণনা করতে প্রবেশ করেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় কিছু আইনজীবী জানালার কাঁচ ভাঙচুর করেন। এ ঘটনায় প্রায় আট থেকে ১০ জন আইনজীবী আহত হয়েছেন বলে বিএনপি সমর্থক আইনজীবীরা অভিযোগ করেন।

বুধবার একপর্যায়ে বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: অজি উল্লাহর নেতৃত্বে সরকার সমর্থক আইনজীবীরা নির্বাচনের নতুন উপ-কমিটি দাবি করে ভোট পুনর্গণনা করে ফল ঘোষণা করতে সমিতির ওই সম্মেলন কক্ষে প্রবেশ করতে গেলে মারামারি ও হাতাহাতির এ ঘটনা ঘটে।

আইনজীবী মো: অজি উল্লাহ, মমতাজ উদ্দিন ফকির, মুহাম্মদ শফিক উল্যা নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের কনফারেন্স রুমের তালা ভেঙ্গে সাড়ে তিনটার দিকে রুমে ঢুকে নির্বাচনের ভোট শুরু করেন বলে আইনজীবীরা জানান। তারা রুমের দরজা বন্ধ করে বাইরে পুলিশ প্রহরায় তারা ভোট গণনা করেন বলে বিএনপি সমর্থক আইনজীবীরা অভিযোগ করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার এলাকা বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।

গত ২৫ এপ্রিল এক সংবাদ সম্মেলনে সেখান থেকেই অজি উল্লাহ নেতৃত্বে ভোট পুনর্গণনা করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা নতুন উপ-কমিটি ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আইনজীবী আহত : সুপ্রিম কোর্ট বারের কনফারেন্স রুমের তালা ভেঙ্গে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা প্রবেশ করার সময় বিএনপি সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে আইনজীবীরা তাদের প্রতিরোধ করেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীদের হতাহাতি ও ধস্তাধস্তিতে মু: কাইয়ুম, নুরে আলম সিদ্দিকী সোহাগ, ব্যারিস্টার মেহেদী, মো: সাগর হোসেন, খান জিয়াউর রহমান, শামসুল ইসলাম মুকুল, শেখ শিমুল, মো: আলম খানসহ প্রায় ১০ আইনজীবী আহত হয়েছেন বলে আইনজীবী ফোরামের নেতারা জানিয়েছেন।

বিএনপি সমর্থক আইনজীবীরা অভিযোগ করে রড দিয়ে তাদের ওপর সরকার সমর্থক আইনজীবীরা আক্রমণ করেছেন। এ সময় দুপক্ষের আইনজীবীদের হাতাহাতির একপর্যায়ে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত হয়।

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সংবাদ সম্মেলন : সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আইনজীবী মো: অজি উল্লাহর নেতৃত্বে তথাকথিত নতুন নির্বাচন সাব-কমিটি গঠন, ভোট কাউন্টিং বা নির্বাচনী ফল বিষয়ে তাদের যে কোনো পদক্ষেপ অবৈধ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঐতিহ্যকে কলঙ্কিত করার নির্লজ্জ অপচেষ্টা করা হচ্ছে। এ ধরনের অবৈধ, নীতিহীন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আজ দিনে দুপুরে যেভাবে সুপ্রিম কোর্ট বারে তারা একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করল। আইনজীবী হিসেবে এটা আমাদের কারো প্রত্যাশা নয়।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কাজল বলেন, সুপ্রিম কোর্ট বারের ১৫তম সভা অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এওয়াই মসিউজ্জামান বিদ্যমান রয়েছেন। তিনি আবারো আসবেন। আর নতুন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট অজিউল্লাহকে ঘোষণা করা বেআইনী। এ ধরনের কোনো সিদ্ধান্ত বারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। কারণ সুপ্রিম কোর্ট বারের ১৩তম সভার পরে আর কোনো সভা হয়নি। তার মানে ১৪তম সভা না করে ১৫তম সভা কী করে হয়।

গত ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয় এবং ১৭ মার্চ রাতে ভোট গণনা করা হয়। ওই দিন রাত ১২টার দিকে ভোট গণনা শেষ হয়। গণনা শেষে দেখা যায়, সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল বিজয়ের পথে। সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আওয়ামী লীগের প্রার্থী থেকে স্বল্প ভোটের ব্যবধানে বিজয়ের পথে ছিলেন। এ অবস্থায় নির্বাচন উপ-কমিটি আনুষ্ঠানিক ফল ঘোষণার প্রস্তুতি নিলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। সম্পাদক পদে ভোট পুন:গণনার দাবি নিয়ে পক্ষে-বিপক্ষে হইচই ও হট্টগোল হয়। এ প্রেক্ষাপটে নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়কের এ ওয়াই মশিউজ্জামান পদত্যাগ করায় আর ফলাফল ঘোষণা হয়নি।

নির্বাচনে ৫ হাজার ৯৮২ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ১৪ পদে প্রার্থী হিসেবে ছিলেন ৩৩ জন। সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মসিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের উপ-কমিটি নির্বাচন পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here