পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

0
0

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের ইউরোপীয় ইউনিয়ন নেটওয়ার্কের তথ্য উদ্ধৃত করে বুধবার বিষয়টি নিশ্চিত করে রয়টার্স।

আগেরদিন পোলিশ স্টেট ন্যাচারাল গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানায়, দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া।

পিজিএনআইজি তাদের বেশির ভাগ গ্যাস আমদানির জন্য নির্ভরশীল রাশিয়ার গ্যাস জায়ান্ট গাজপ্রোমের ওপর।

গাজপ্রোমের ৩১ মার্চ ঘোষিত অর্থ পরিশোধের নতুন নিয়মে সরবরাহ স্থগিতের ন্যায্যতা দিয়েছে। তারা জানিয়েছে, ‘অবন্ধুত্বহীন’ দেশগুলোকে রাশিয়ান গ্যাসের মূল্য রুবল দিয়ে পরিশোধ করতে হবে। কিন্তু পিজিএনআইজি রাশিয়ান মুদ্রায় পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।

পোলিশ কোম্পানিটি জানায়, আপাতত তারা সরবরাহ বন্ধের বিষয়ে উদ্বিগ্ন নয়। পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার গ্যাস ছাড়ায় তারা সবকিছু ব্যবস্থা করে নেবে।

এদিকে, এর আগে বুলগেরিয়াতেও গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয় রাশিয়া। তবে বুধবার পর্যন্ত এর স্পষ্টতা মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here