পাকিস্তানে চীনা শিক্ষকদের হত্যাকারীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান চীনের

0
0

এক আত্মঘাতি হামলায় পাকিস্তানে তিন চীনা নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই হত্যায় জড়িতদের বিরুদ্ধে পাকিস্তানকে লড়াই করার আহ্বান জানিয়েছে চীন।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে আত্মঘাতী বোমা হামলায় তিন চীনা শিক্ষক ও একজন পাকিস্তানি গাড়িচালক নিহত হয়েছেন।

কনফুসিয়াস ইনস্টিটিউট হল চীনা সরকার পরিচালিত একটি বৈশ্বিক শিক্ষা কার্যক্রম। যার লক্ষ্য হল ‘চীনা ভাষা ও সংস্কৃতির আন্তর্জাতিক বোঝাপড়া গভীর করা এবং চীন ও পাকিস্তানের জনগণের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানো’।

বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর নতুন ক্ষমতায় আসা পাকিস্তান সরকারের জন্য এই ঘটনা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

চীন হল পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র এবং দেশটির মূল বিনিয়োগকারী। পাকিস্তানজুড়ে বড় বড় উন্নয়ন প্রকল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে চীন। কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ বিএলএ দেশটিতে চীনা বিনিয়োগের বিরোধিতা করে বলেছে, এতে স্থানীয়দের কোনো লাভ হবে না।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার ইসলামাবাদে চীনা দূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ব্যক্তিগত সফর করেছেন। এসময় তিনি তাদের একটি হাতে লেখা চিঠিও দিয়েছেন। চিঠিতে তিনি ‘পাকিস্তানের মাটি থেকে সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসীদের নির্মূল করার’ তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি লিখেছেন, ‘অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না’। এমন চিঠি দেওয়া খুবই বিরল একটি ঘটনা।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীও চীনা কনস্যুলেট পরিদর্শন করে চীনা পররাষ্ট্র কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে, পাকিস্তান ‘দেশজুড়ে বিভিন্ন প্রদেশে চীনা বিশেষজ্ঞদের দেওয়া পরিষেবাগুলোকে মূল্য দেয়’ এবং জড়িতদের ‘বিচারের আওতায় আনা হবে’।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতিখার ঘটনাটিকে ‘নিন্দনীয়’ এবং পাকিস্তান-চীন সম্পর্কের ওপর ‘সরাসরি আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

এপ্রিলের শুরুতে ক্ষমতা থেকে উৎখাত হওয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও এই ঘটনাকে ‘পাকিস্তান-চীন কৌশলগত সম্পর্ককে দুর্বল করার একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চালানো আরেকটি আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

 

যা বলছে বিএলএ

বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন একজন নারী। তার তাদের এক নারী আত্মঘাতী হামলাকারীর একটি ছবি প্রকাশ করে বলেছে যে, শরিয়াহ বালোচ ওরফে ব্রামশ নামের ওই নারীই এই আত্মঘাতি হামলা চালিয়েছে।

বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্বেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। ফলে সেখানে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে।

চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর আওতায় দুই দেশের মধ্যে সড়ক, রেলপথ এবং পাইপলাইনের একটি নেটওয়ার্ক এবং চীনা অবকাঠামো প্রকল্পগুলো প্রদেশটিকে বদলে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here