দুর্নীতি মামলায় সু চি’র ৫ বছরের জেল

0
0

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে বুধবার পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির একটি জান্তা আদালত।

সুচির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ মার্কিন ডলার ও ১১ দশমিক ৪ কেজি (২৪ দশমিক ৫ পাউণ্ড) স্বর্ণ ঘুষ নিয়েছেন।

শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে দুর্নীতির যে ১১টি অভিযোগ এনেছে দেশটির জান্তা সরকার, তার মধ্যে প্রথম মামলার সাজার রায় এল বুধবার। তার বিরুদ্ধে এখনো বিচারাধীন আছে আরো ১০টি মামলা।

উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী। এরপর থেকে সু চি’কে অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে, তাকে কারো সাথে দেখা করতে দেয়া হচ্ছে না।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here