রাজধানীর গুলশানে বীর মুক্তিযোদ্ধার কন্যা ও কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত ঘটনার এক বছর পার হচ্ছে আজ মঙ্গলবার। এই মৃত্যুর রহস্য উন্মোচনে ভিকটিমের প্রেমিক বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আসামিদের গ্রেপ্তার তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করা হয়নি। সন্দেহভাজন আসামিদের ডিএনএ টেস্টসহ ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেয়নি পুলিশ। আলোচিত মামলার আসামি হয়ে জামিন না নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বেশিরভাগ আসামি। দীর্ঘ এক বছরেও চাঞ্চল্যকর এ মামলার তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়নি। তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়ে এ পর্যন্ত ১১ বার আদালত থেকে সময় নিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রধান আসামি আনভীরের বিদেশযাত্রার ওপর শুনানির তারিখও বারবার ঘুরছে বলে জানিয়েছেন ভিকটিম মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া।
তবে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন দাবি করেছেন, মুনিয়া মামলার তদন্ত কার্যক্রম থেমে নেই। অনেক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ফলে তদন্তে অগ্রগতি নেই বলা যাবে না। তবে মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার জাহান স্বীকার করেছেন, সবশেষ আসামি সাইফা রহমান মীমকে গ্রেপ্তারের পর বলার মতো কোন অগ্রগতি নেই।
সবশেষ গত ১৫ ফেব্রুয়ারি সকালে ধানমণ্ডির বাসা থেকে মুনিয়াকে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলার ছয় নম্বর আসামি সাইফা রহমান মীমকে গ্রেপ্তার করে তদন্ত সংস্থা পিবিআই। এরপর থেকে তিনি কারগারে আছেন। ঘটনার পর দেশ থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন মীম। তিনি নিজেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের দ্বিতীয় হিসেবে দাবি করেন। মুনিয়ার সঙ্গে মোবাইল কলে এমন দাবি করতে শোনা গেছে। চট্টগ্রামের হুইপপুত্র শারুনের স্ত্রী ছিলেন এই মীম। এর আগে মুনিয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয় আরেক আসামি ফারিয়া মাহবুব পিয়াসাকে, যিনি আগ থেকে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পিয়াসাকে তিন দিনের রিমান্ডেও নিয়েছিল পিবিআই। সম্প্রতি এই আসামি জামিন পেয়েছেন। তবে মীম ও পিয়াসা ছাড়া মূল আসামি আনভীর ও তার পরিবারের সদস্য আসামিদের গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের উদ্যোগ পুলিশ নেয়নি বলে অভিযোগ করেছেন বাদী নুসরাত।
আক্ষেপ করে তিনি বলেন, আমার বোন মুনিয়াকে এক বছর আগে ধর্ষণের পর হত্যা করা হল। এক বছর ধরে পুলিশ তদন্ত করছে। অথচ আনভীরসহ আসামিরা জামিন না নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তদন্তের কোনো অগ্রগতি নেই। তদন্তের নামে যেন তামাশা হচ্ছে। এতো বড় অপরাধ করেও যদি কেউ আইনের ঊর্ধ্বে থাকে, তাহলে সেটি নিয়ে সবার মাঝে প্রশ্ন ওঠবেই। আমি আমার বোন হত্যার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে আইনি লড়াই চালিয়ে যাব।
গত ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এতে মুনিয়ার সঙ্গে গুলশান ও বনানীর ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মতো আনভীরের বসবাস ও পরবর্তীতে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা হয়। মামলায় মুনিয়ার প্রেমিক সায়েম সোবহান আনভীরকে প্রধান আসামি করা হয়। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং আরো ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা হলেনÑ শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, সাফিয়া রহমান মিম, ইব্রাহিম আহমেদ রিপন ও তার স্ত্রী শারমিন। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সবশেষ তারিখ ছিল গত ২০ এপ্রিল। কিন্তু দিতে ব্যর্থ হওয়ায় ফের সময় নেয়া হয়েছে।
গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পরে গত বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী মুনিয়ার বড় বোন নুসরাত বাদী হয়ে গুলশান থানায় প্রথমে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার মামলা করেন। ঘটনার পরপরই তদন্তে বেরিয়ে আসে গুলশানের ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন মুনিয়া-আনভীর। সেখানে বসুন্ধরা এমডির নিয়মিত যাতায়াতের তথ্য-প্রমাণও পায় পুলিশ। প্রায় সোয়া লাখ টাকার ওই ফ্ল্যাট ভাড়া আনভীর পরিশোধ করতেন বলে জানিয়েছিলেন ভিকটিমের বড় নুসরাত ও বাড়িওয়ালী শারমিন।
কিন্তু কিছুদিন পর তদন্ত উল্টোদিকে মোড় নেয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ১৮ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা দেখা দেয়। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়ে নতুন তদন্ত দাবি করেন বিশিষ্ট ব্যক্তিরা। এরপরই নতুন করে ধর্ষণ ও হত্যা মামলা করেন ভিকটিমের বোন।
উল্লেখ্য, মুনিয়া মিরপুরের একটি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মৃত শফিকুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘি এলাকায়। তিনি গুলশান দুই নম্বর এভিনিউর ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটের বি/৩ ফ্ল্যাটে একাই থাকতেন।