কিয়েভে রাত্রীকালীন কারফিউ জারি

0
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাত ১০টা থেকে কার্যকর হয়ে এই কারফিউ আগামী শুক্রবার ভোর ৫টা পর্যন্ত চলবে।

এ বিষয়ে কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসক ওলেকসান্দার পাভললিউক টেলিগ্রাম বার্তায় বলেন, রাশিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বাসিন্দাদের রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিয়েভের বাসিন্দাদের উদ্দেশ্যে ওলেকসান্দার পাভলিউক বলেন, কারফিউ চলাকালীন সড়ক ও পাবলিক প্লেসে গাড়ি কিংবা হেঁটে চলাচল নিষিদ্ধ।

তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাজে নিয়োজিত যাদের বিশেষ অনুমতি এবং আইডি আছে তারা কারফিউ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

পাভলিউক বলেন, ‘মার্শাল ল’র সময় প্রয়োজনীয় বিষয় এবং সিদ্ধান্ত মেনে চলা গুরুত্বপূর্ণ। এ ধরণের উদ্যোগ শত্রুর কর্মকাণ্ড থেকে জনগণকে রক্ষা করতে সহায়তা করে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here