বেতনের দাবিতে মিরপুর ও উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

0
0

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার পোশাকশ্রমিকদের এই অবরোধের কারণে সড়কে যানজট দেখা দেয়।

এদিন দুপুরের দিকে মিরপুর পল্লবী এলাকার ১১ নম্বর সড়কে বিক্ষোভ করেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা।

অন্যদিকে উত্তরার জসীমউদ্‌দীন-আজমপুর এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামের দুটি গার্মেন্টসের শ্রমিকেরা।

কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের এক শ্রমিক জানান, বকেয়া বেতনের দাবিতে তারা ২৩ এপ্রিল সড়ক অবরোধ করেছিলেন। তখন মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা আজও কোনো বেতন পাননি। কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না।

উত্তরার ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা জানান, তাদের কারও দুই মাসের বেতন, আবার কারও তিন মাসের বেতন বকেয়া আছে। ওভারটাইম ও বোনাসও তারা পাননি।

বেলা পৌনে ২টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখায় স্থবির হয়ে পড়ে বিমানবন্দর-উত্তরা সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সড়ক অবরোধে যানজট ছাড়িয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত।

পল্লবী থানার এসআই তোফায়েল আহমেদ বলেন, ‘শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলে এক পাশের রাস্তা বন্ধ থাকায় যানজট তৈরি হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here