থানা স্থাপন নয়, তেঁতুলতলা মাঠ হিসাবেই থাকুক: ৩৭ বিশিষ্ট নাগরিক

0
0

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকর্মী সৈয়দা রত্না ও তার সন্তানকে ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনার সমালোচনা করেছেন দেশের বিশিষ্টজনরা। তাদের দাবি করেছেন, তেঁতুলতলা মাঠটি মাঠ হিসেবে রাখতে হবে। মাঠে থানা স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে। মাঠে শিশুরা খেলবে- সরকারের এমন প্রতিশ্রুতির পাশাপাশি সৈয়দা রত্না ও তার ছেলেসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোমবার বিকেলে দেশের ৩৭ বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিদাতারা হলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গবেষক মেঘনা গুহঠাকুরতা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান,  গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, নারীপক্ষের সদস্য শিরিন হক, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পারভীন হাসান, ইউল্যাবের প্রাক্তন উপাচার্য ড. ইমরান রহমান, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, ব্লাস্টের অনারারি ডিরেক্টর সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা, লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রফেসারিয়াল গবেষণা সহযোগী ড. স্বপন আদনান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন কোস্টের প্রধান নির্বাহী রেজাউল করিম চৌধুরী, মানবাধিকারকর্মী মো. নূর খান লিটন, বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাসাফি হোসেন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের ক্লিনিক্যাল নিউরোসাইন্স সেন্টারের পরিচালক ড. নায়লা জেড খান, আলোকচিত্রী ড. শহিদুল আলম, লেখক রেহনুমা আহমেদ, লেখক অরূপ রাহী, উন্নয়নকর্মী নবনীতা চৌধুরী, আলোক চিত্রী মাহমুদ রহমান ও সাংবাদিক ড. সায়দিয়া গুলরুখ।

গণমাধ্যমে পাঠানো বিবৃবিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে কলাবাগানের একটি মাঠ তেঁতুলতলা। প্রায় ৫০ বছর ধরে উন্মুক্ত এই মাঠটি স্থানীয় লক্ষাধিক বাসিন্দা ঈদগাহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের কেন্দ্রস্থল, মৃতদেহ গোসল করানো এবং খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। সম্প্রতি মাঠে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনি তৈরি করে জনসাধারণের প্রবেশ বন্ধ করেছে কলাবাগান থানা কর্তৃপক্ষ। কলাবাগান থানা কর্তৃক স্থাপিত সাইনবোর্ড অনুযায়ী, মাঠটিতে কলাবাগান থানা ভবণ নির্মাণ করা হবে। স্থানীয় উপস্থিত পুলিশদের ভাষ্যমতে, মাঠটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক থানা নির্মাণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ইতোমধ্যে স্থানটি জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবিতে ১৭ নং ওয়ার্ডের অধিবাসী ও মাঠ ব্যবহারকারী শিশুরা প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে আবেদন করেছে। মাঠটিকে রক্ষায় শিশুসহ এলাকাবসাী ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ আয়োজন করে চলেছে। এ শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে কলাবাগান থানা কর্তৃপক্ষ শিশুদের ‘শাস্তি’ দিতেও দ্বিধাবোধ করেনি। শিশুদের কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িলে পড়লে কলাবাগান থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। মাঠ খেলার জায়গা এবং সামাজিক-সাংস্কৃতিক কাজের রক্ষার দাবিতে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না। তিনি উদীচীরও সদস্য। গতকাল রোববার থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় এবং নির্মাণকাজের ভিডিও ধারণ করায় বেলা ১১টার দিকে সৈয়দা রত্নাকে আটক করে পুলিশ। পরে তাঁর ছেলেকেও ধরে নেওয়া হয়। পরে বিক্ষোভের মুখে মাঝরাতে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিবৃতিতে বিশিষ্টজনরা বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই কলাবাগান থানা কর্তৃপক্ষ কর্তৃক সৈয়দা রত্না ও তার নাবালক পুত্রকে কোন রকম আইনী প্রক্রিয়া অনুসরণ না করে, কোন আইনসিদ্ধ অভিযোগ ছাড়া দীর্ঘ ১৩ ঘন্টারও বেশি সময় আটক রাখা দেশের সংবিধান ও আইনের ন্যাক্কারজনক লংঘন ও বেআইনী। তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here