আজ বিক্রি হচ্ছে ২৯ এপ্রিলের টিকিট, প্রত্যাশীদের দীর্ঘ সারি

0
0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে ২৯ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। তবে কাউন্টারগুলোতে রয়েছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি।

রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ গতকাল সন্ধ্যায় স্টেশনে এসেছেন। কেউ এসেছেন রাতে।

টিকিট প্রত্যাশী আবীর বলেন, ‘এত এসির টিকিট, এত অল্প সময়ে কীভাবে শেষ হলো? কাউন্টার থেকে বলা হলো, এসির টিকিট পেতে হলে আরও আগে আসতে হবে। আমি বললাম, আর কত আগে আসব?’

তিনি আরও বলেন, ‘আজ সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কয়েকটি রেলপথের এসির টিকিট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে জানানো হয়।’

গতকাল বিকেল তিনটায় কমলাপুর রেলস্টেশনে এসেছেন মুগদার বাসিন্দা নাবিল হোসেনসহ তিনজন। তাদের পরিবারের ১২টি টিকিট লাগবে। সারিতে নাবিলের সিরিয়াল নম্বর ৫০।

নাবিল বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে থাকতে হবে ভেবে বাসা থেকে চেয়ার নিয়ে এসেছি। রাতে স্টেশনেই ছিলাম। সাহরি এখানেই করেছি। এত কষ্টের পরও এসির টিকিট পাব কি না সন্দেহ। টিকিট বিক্রি শুরু হওয়ার মিনিট বিশেক পরই এসির টিকিট শেষ বলে শুনেছি। প্রথম সাত থেকে আটজন এসির টিকিট কিনতে পেরেছেন।’

আজ ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে বিকেল চারটা পর্যন্ত। কমলাপুর রেলস্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here