‘গোপনে’ শাহবাজ-পুতিনের চিঠি বিনিয়ম

0
0

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গোপনীয়তার সঙ্গে  চিঠি বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নীরবে বিনিয়ম করা চিঠিতে তারা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন বলে ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে চিঠি বিনিয়ম হয়। তবে জনসাধারণের মনোযোগ এড়ানোর লক্ষ্যে উভয় পক্ষই বিষয়টি গণমাধ্যমের নজর থেকে দূরে রেখেছিল বলে ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, পুতিন দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন।

শাহবাজ শরিফও ফিরতি চিঠিতে পুতিনকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আফগানিস্তানে সহযোগিতার বিষয় জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

তাদের মধ্যে এমন সময় চিঠি বিনিয়ম হয়েছে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তার রাশিয়ান নীতি মার্কিনিরা অপছন্দ করায় ‘ষড়যন্ত্র তত্ত্বের’ মাধ্যমে তাকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

যদিও পুতিন শাহবাজকে অভিনন্দন বার্তায় বলেছেন, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া নতুন রাজনৈতিক ব্যবস্থার অধীনেও অব্যাহত থাকবে।

পরিবর্তিত আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের কথা মাথায় রেখে পাকিস্তান অনেক আগে থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এই প্রক্রিয়া রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে কিছু সময়ের জন্য আড়ম্বর ছাড়াই চলমান থাকবে বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here