কষ্টের জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে বার্সেলোনা

0
0

অবিশ্বাস্য কিছু না ঘটলে লা লিগা শিরোপা রিয়াল মাদ্রিদের শোকেজেই উঠছে। তবে সেই অভাবনীয় সম্ভাবনা নিয়েই লীগ শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে ০-১ গোলের কষ্টের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ব্লাউগ্রানারা।

৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। বাকি ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই শিরোপা উঠবে রিয়াল মাদ্রিদের ঘরে। ৬ ম্যাচে জয়ের বিকল্প নেই বার্সেলোনার। সেক্ষেত্রে রিয়াল যদি ৫ ম্যাচেই হেরে যায় তবে শিরোপা জিতে যাবে জাভির দল। বার্সা ৬ রাউন্ড জেতার পর রিয়াল ৪ ম্যাচ হারলে দুদলের পয়েন্ট হবে ৮১।

লা লিগার নিয়মানুসারে দুদলের সমান পয়েন্ট হলে মৌসুমের হেড টু হেড পরিসংখ্যানে যে এগিয়ে থাকবে তাকেই ঘোষণা করা হবে বিজয়ী। সেক্ষেত্রে বার্সেলোনাই জিতবে শিরোপা। দুবারের দেখায় প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল বার্সা। দ্বিতীয় দেখায় রিয়াল মাদ্রিদকে ৪-০তে হারায় কাতালানরা।

বৃহস্পতিবার সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক-আন্দ্রে স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার। অপরদিকে ১১টি শটের ১টি লক্ষ্যে রাখে সফরকারীরা। সেই লক্ষ্যের শটই জয় এনে দেয় বার্সাকে।

স্টেগানের ভুলে চতুর্থ মিনিটে বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লেয়ার করতে অনেকটা সময় নেন জার্মান গোলরক্ষক। শেষ মুহূর্তে তার নেয়া শট প্রতিপক্ষের আলেকজান্ডারের পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।

১১ মিনিটের মাথায় পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে গোলে লিড নেয় কাতালান ক্লাবটি। প্রথমে পোস্টে লেগে ফিরে আসে ওসমান দেম্বেলের শট। ফিরতি বল পেয়ে ক্রস দেন গাভি। সেই বল নামিয়ে দূরের পোস্টে ক্রস দেন ফেররান তোরেস। বাকি কাজটা নিখুঁত হেডে সারেন অবামেয়াং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here