একটি নয়, দুটি নয়, তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছে ময়মনসিংহের ত্রিশালের আব্দুল কাদের জিলানী ও তার বাহিনীর সদস্যরা। আব্দুল কাদের জিলানী (৪৭), তার ভাই লাল মিয়া (৫০) ও ছেলে রাকিবুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ১৪ এপ্রিল ত্রিশাল উপেজলার জামতলী গ্রামের আবুল কালামকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতরা এই মামলা এজাহারভুক্ত আসামি। নিহত আবুল কালামের ভাতিজা মো. সোহাগ, রফিকুল ইসলাম হত্যা মামলার সাক্ষী ছিলেন। সোহাগ আদালতে সাক্ষ্য প্রদান করায় আসামি আব্দুল কাদের জিলানী এবং তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
তিনি আরও জানান, ঘটনার দিন রাতে কাদের জিলানীর নির্দেশে তার সহযোগীরা সোহাগকে কুপিয়ে আহত করে। তার চিৎকারে তার চাচা আবুল কালাম, তার ছোট ভাই ও চাচাতো ভাই তাকে উদ্ধার করতে আসলে তাদের উপরও হামলা করে কাদের জিলানী, তার ভাই লাল মিয়া এবং ছেলে রাকিবুল ইসলামসহ নয়জন।
তাদের উপর্যুপুরি এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা চলে যায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবুল কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা এলাকার কৃষকদের জমি দখল করে বিক্রি করত। তাদের এই কাজে প্রতিবাদ করায় ২০১৮ সালের জুলাই মাসে এলাকার মতিন মাস্টারকে খুন করে কাদের জিলানী ও তার বাহিনী। এ ছাড়া ২০১৯ সালের এপ্রিলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি রফিকুল ইসলামকে হত্যা করা হয়। তিনি মতিন মাস্টার হত্যাকান্ডের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। এ কারণেই তাকে হত্যা করা হয়। এই দুটি হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য তারা সাক্ষী সোহাগকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তার চাচাকে হত্যা করা হয়।
র্যাব বলছে, কাদের জিলানী এলাকায় সন্ত্রাসী, ভূমি দখল ও বিভিন্ন অপকর্মের জন্য ২০-২৫ জনের একটি বাহিনী গড়ে তুলেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা ও ১০টি জিডি রয়েছে।