রাশিয়ায় পশ্চিমা ব্র্যান্ডের বাজার দখল করতে চায় ইরান

0
0

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।

এ সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পোশাকশিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে।

আগামী তিন বছরের মধ্যে রাশিয়ার বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আশা করছেন দেশটির বিশ্লেষকরা।

রাশিয়ান কাউন্সিল অব শপিং সেন্টারস বা আরসিএসসির এক প্রস্তাবনা মতে, ইরানের যেসব কোম্পানি চামড়ার পোশাক, জুতা ও ব্যাগ তৈরি করে, তাদের পশ্চিমা কোম্পানিগুলোর জায়গায় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে।

আরসিএসসির প্রধান ওলেগ ভয়টেস্কভস্কি সম্প্রতি মস্কোয় ইরানি দূতাবাসে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বলে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে।

বৈঠকে আগামী তিন বছরের মধ্যে ইরানের কোম্পানিগুলো পশ্চিমা ব্র্যান্ডগুলোর বিকল্প হিসেবে জায়গা করে নেবে বলে একমত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা।

খবরে বলা হয়, এ জন্য আগেই কিছু সমস্যার সমাধান করতে হবে। সে ক্ষেত্রে রাশিয়ার বাজারে ইরানি পণ্যের পূর্ণ-প্রবেশাধিকার পেতে খানিকটা সময় লাগবে।

আরসিএসসির প্রধান জানিয়েছেন, দেশের ভেতরে রাশিয়া ইরানি পণ্যের স্টোর চালু করতে আগ্রহী, তবে সবার আগে বিদ্যমান কিছু ইস্যুর মীমাংসা করতে হবে। এ জন্য ইরানি ব্র্যান্ড তৈরি ও ইরানি পণ্যকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার প্রশ্ন রয়েছে। প্রাথমিকভাবে ৩০টি আউটলেট খোলা হতে পারে বলে জানান তিনি।

সূত্র: ইরনা ও টিআরটি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here