মুক্তিপণের টাকায় পোশাক কারখানা ও পরিবহন ব্যবসার পরিকল্পনা ছিল তাদের

0
0

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণকাণ্ডের মূলহোতা ল্যাংড়া মামুন ওরফে মুফতি মামুনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর, ভাটারা ও গুলিস্তান এলাকায় এ অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের একাধিক দল। গ্রেপ্তার অপর তিনজন হলেন- পিচ্চি রানা, বিআরটিসি জসীমউদ্দীন মৃধা ও আশিক মৃধা। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইল ফোন, গামছা ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিপণের টাকায় দক্ষিণবঙ্গে বড় পোশাক কারখানা গড়ার পরিকল্পনা ছিল অপহরণকারী চক্রের। সেইসঙ্গে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পটুয়াখালী পর্যন্ত রুটে বাস সার্ভিস চালুর চিন্তাও ছিল তাদের।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, অপহৃত শিবু লাল দাস পটুয়াখালী শহরের পরিচিত ঠিকাদার, ইজারাদার, আড়তদার এবং নানাবিধ ব্যবসায় জড়িত ধনাঢ্য ব্যবসায়ী। অপর ভুক্তভোগী মিরাজ মিয়া তার পাজেরো জিপের চালক। ‌গত ১১ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পটুয়াখালী শহরের বাসায় ফেরার পথে এই ব্যবসায়ী তার চালকসহ নিখোঁজ হন। দূরের একটি পেট্রোল পাম্পের কাছে তার পাজেরো জিপটি উদ্ধার করে জেলা পুলিশ। পটুয়াখালী জেলা পুলিশের অনুরোধে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে ডিবি।

পরিকল্পনা ও অপহরণ: পুলিশ জানায় অপহরণের পরিকল্পনা হয় গত ফেব্রুয়ারি মাসে পটুয়াখালী লঞ্চঘাটের কাছাকাছি ল্যাংড়া মামুনের গার্মেন্টস অফিসে। তাতে অংশ নেয় ল্যাংড়া মামুন, পিচ্চি রানা, পাভেল ও বিআরটিসির ড্রাইভার জসিম। পরে একাধিক দিন মিটিং ও অপারেশনাল পরিকল্পনা করা হয়। মিটিংয়ে ঢাকা থেকে মাঝে মাঝে ছুটি নিয়ে যোগ দেয় জসীমউদ্দী মৃধা এবং তার ভাই গাড়ির দালাল আশিক মৃধা। ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে এক সপ্তাহের জন্য গাড়ি ভাড়া করা হয় ঢাকা থেকে। সেই গাড়ি ঢাকা থেকে যায় পটুয়াখালী। অপহরণের পর মুক্তিপণ দাবি, নিজেদের মধ্যে যোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহার করার জন্য ঢাকার সাভার থেকে কেনা হয় পাঁচটি ফিচার ফোন। বেশি দাম দিয়ে ইতোমধ্যে অন্যজনের  নামে নিবন্ধনকৃত সিম কেনা হয় জেলা সদর থেকে। স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় একটি খেলনা পিস্তল, দুইটি সুইচ গিয়ার, তিনটি চাপাতি এবং গরু জবাই করার একটি বড় ছুরি। পরে একাধিক দিন রেকি করে ফিল্মি স্টাইলে লোমহর্ষক অপারেশন চালানো হয় ১১ এপ্রিল রাত সাড়ে আটটায়। এর আগে সেদিন দুপুরে পটুয়াখালী এয়ারপোর্টের কাছে মিলিত হয় অপহরণকারীরা।

এ কে এম হাফিজ আক্তার বলেন, কার কোথায় কী দায়িত্ব তা নির্ধারণ করে দেয় ল্যাংড়া মামুন এবং পিচ্চি রানা। ভিকটিমদের গতিবিধি মোবাইলে জানানোর জন্য পিচ্চি রানা তার মোটরসাইকেলে ল্যাংড়া মামুনকে নিয়ে চলে যায় গলাচিপা ঘাটে। সন্ধ্যা সাতটার দিকে ব্যারিকেড দেওয়ার জন্য পটুয়াখালী-গলাচিপা হাইওয়ে রোডের শাঁখারিয়ার নির্জন জায়গায় একটি প্রাইভেটকার এবং একটি ট্রলি নিয়ে অবস্থান নেয় পাঁচজন। ল্যাংড়া মামুনের নির্দেশে আগেই একটি ট্রাক্টর ভাড়া করে ড্রাইভার বিল্লাল। ঢাকা থেকে নেওয়া প্রাইভেটকারটিসহ ড্রাইভার আশিক মৃধা, পাভেল, হাবিব, সোহাগ অবস্থান নেয়। ল্যাংড়া মামুনের সংকেত পাওয়ার পরপরই রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ড্রাইভার বিল্লাল ট্রলিটি নিয়ে কৌশলে ভিকটিম শিবু দাসের প্রাডো জিপের সামনে আড়াআড়ি করে অবস্থান নেয়। পেছন থেকে অনুসরণ করতে থাকা ড্রাইভার আশিক তার প্রাইভেট গাড়িটি দিয়ে ভিকটিমের গাড়ির পেছনে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে ফেলে। ট্রাক্টর এবং প্রাইভেটকার থেকে অপহরণকারীরা হুড়মুড় করে মুহূর্তেই উঠে যায় ভিকটিমের প্রাডো জীপে। আশিক প্রাইভেটকার ছেড়ে শিবু দাসের গাড়ির নিয়ন্ত্রণ নেয়। গাড়িতে উঠেই বিল্লাল, পাভেল, সোহাগ, আশিক বেঁধে ফেলেন শিবু ও তার গাড়িচালককে। গামছা, টিস্যু ও স্কচ টেপ দিয়ে মুখ, হাত-পা বেঁধে চলতে থাকে চড়-থাপ্পড় কিল ঘুষি। সঙ্গে থাকা খেলনা পিস্তল ও ছোরা-চাকু দিয়ে ভয় দেখানো হয়। বরগুনার আমতলী এলাকার গাজিপুরায় গিয়ে ভিকটিমের জিপ গাড়ি থেকে তাদেরকে তোলা হয় ঢাকা থেকে নিয়ে যাওয়া প্রাইভেটকারে। সেখানে অপহৃতদের আরও ভালোভাবে বেঁধে প্লাস্টিকের বস্তায় ঢোকানো হয়। ইতোমধ্যে তাদের জীপটিকে আমতলীর একটি ফিলিং স্টেশনে ফেলে আসে দুর্বৃত্তরা।

তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ল্যাংড়া মামুন ও পিচ্চি রানা পটুয়াখালীর বাঁধঘাট এলাকায় ভুক্তভোগীদের বহনকারী গাড়ি বুঝে নেয়। গাড়ি চালাতে থাকে ল্যাংড়া মামুন নিজেই। ল্যাংড়া মামুন সোজা নিয়ে যায় তার এইচডি রোডস্হ নিজস্ব মেশিনঘর কাম টর্চার সেলে। পরে নিয়ে যাওয়া হয় এসপি কমপ্লেক্স সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের অস্থায়ী সেলে। রাতভর চলে নির্যাতন। রাত পৌনে ২টার দিকে রানার নির্দেশে বিল্লাল শিবুর সিম থেকে তার স্ত্রীকে ফোন দিয়ে পরদিন দুপুর ২ টার মধ্যে ২০ কোটি টাকা মুক্তিপণ দিতে বলেন। মুক্তিপণের টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে শিবু লালকে হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করে দেয় অপহরণকারীরা। পরদিন ১২ এপ্রিল রাত ১১টার দিকে অপহরণের ২৬ ঘণ্টা পর হাত-পা এবং মুখ বাঁধা বস্তাবন্দি মুমূর্ষ অবস্থায় ভুক্তভোগীদের এসপি কমপ্লেক্স শপিং সেন্টারের আন্ডার গ্রাউন্ড থেকে উদ্ধার করে পটুয়াখালী জেলা পুলিশ। তাৎক্ষণিকভাবে চোখ-মুখ, হাত-পা খুলে দিয়ে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আসামি পরিচিতি: গ্রেপ্তার আসামিদের মধ্যে ল্যাংড়া মামুন ওরফে মুফতি মামুন পঙ্গু। ইতোপূর্বে অপরাধ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পা উরু পর্যন্ত কেটে ফেলা হয়। তার বাবা একজন মুফতি মাওলানা হওয়ায় তিনিও হাফেজী এবং নূরানী লাইনে দীর্ঘ পড়াশোনা করেন। পরবর্তীতে জড়িয়ে পড়ে অপরাধ জগতে। আপন ভগ্নিপতির বিস্তর টাকা লোপাট করে পটুয়াখালী জেলা শহরে মালিক হয়েছেন একাধিক দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের। ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষদের তার দুটি টর্চার সেলে আটকে রেখে আপত্তিকর ছবি তুলে তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা। মাওলানা হিসেবে তার বাবার সুখ্যাতি এবং তার ক্যাডার ইমেজের কারণে ভয়ে মুখ খোলেননি অনেকেই। এবার সে ভেবেছিল শিবু লালকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে যে কোটি টাকা অর্জিত হবে তা দিয়ে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গার্মেন্টসের ব্যবসা শুরু করবেন। অপর আসামি পিচ্চি রানা বিভিন্ন টোলপ্লাজায় টোল কালেকশনের কাজ করেছেন। কখনও কাজ করেছেন ট্রাকের মিডিয়াম্যান হিসেবে। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত এই অপহরণকারী ভেবেছিলেন, বড় অঙ্কের টাকা মুক্তিপণ পেলে তা দিয়ে একাধিক ট্রাক কিনে ঢাকা-পটুয়াখালী রুটে পরিবহন ব্যবসা শুরু করবেন। আর বিআরটিসির গাড়িচালক জসিম উদ্দিন মৃধা ভেবেছিলেন, মুক্তিপণের টাকায় বাস কিনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পটুয়াখালী রুটে চালাবেন। আসামি আশিক দীর্ঘদিন ধরে রেন্ট-এ-কারের দালালি করেন। তিনিও ভেবেছিলেন অপহরণ ও মুক্তিপণের টাকা দিয়ে একাধিক গাড়ি কিনে বড় পরিসরে রেন্ট-এ-কারের বিজনেস শুরু করবেন।

ডিবি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মারামারি, মাদক এবং অপহরণের একাধিক মামলা রয়েছে। ল্যাংড়া মামুন তার বাবার মাওলানা হিসেবে সুখ্যাতি এবং নিজের পঙ্গুত্বের দোহাই দিয়ে ভান ভনিতা করে অনেক অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করলেও সে একজন দুর্ধর্ষ অপরাধী। অপহরণ বাণিজ্য চালানোর জন্য পটুয়াখালীতে সে গড়ে তুলেছিল দুইটি টর্চার সেল। সে একজন মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং দুশ্চরিত্র ব্যক্তি। তার কৃত্রিম পায়ের ফোকরে অনায়াসে হাজার হাজার পিস ইয়াবা বহন করে নিয়ে যেতে পারত এক জায়গা থেকে অন্য জায়গায়। উদ্ধার করা মাদক মামলায় আসামিদেরকে পুলিশ রিমান্ডে এনে তাদের অপরাধ ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here