শিগগিরই কমবে যানজট : স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

রাজধানীতে যানজট নিরসনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খুব শিগগিরই এটি নিয়ন্ত্রণে আসবে।

মঙ্গলবার ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যানজটের জন্য আংশিকভাবে শহরের চলমান উন্নয়ন কাজ দায়ী মন্তব্য করে মন্ত্রী বলেন, নগরীর বিভিন্ন স্থানে এলিভেটেড ওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। তাছাড়া ঈদ ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মানুষ মার্কেটমুখী ও স্বাভাবিক চলাচল শুরু করেছে। এগুলোর কারণেও যানজট হচ্ছে।

আসাদুজ্জামান বলেন, চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে শিল্প মালিকদের সাথে আলোচনা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী জানান, ২৫ এপ্রিলের পর সব রাস্তা খুলে দেয়া হবে এবং ঈদের আগে রাস্তার বড় বড় গর্তগুলো মেরামত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here