ডনবাসে ৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র, খণ্ড খণ্ড লড়াই

0
0

ডনবাস অঞ্চল দখলকে ঘরে বিভিন্ন শহরে ইউক্রেন এবং রাশিয়ার বাহিনীর মধ্যে এখন রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

সেখানে ৩০০ মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। তবে ইউক্রেন সরকার স্বীকার করেছে এরই মধ্যে লুহানস্ক এলাকায় ক্রেমিনা এবং আরো একটি ছোট শহরের দখল রুশ বাহিনীর হাতে চলে গেছে।

সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই জানাচ্ছেন, বিভিন্ন শহরের ওপর ভারী গোলাবর্ষণ করা হচ্ছে এবং চারজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ বলছে, ডনবাস দখলের এই ‘নতুন অধ্যায়ে’ রাশিয়ার বাহিনী পুরো রণক্ষেত্র বরাবর একের পর এক হামলা চালাচ্ছে।

৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র
ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানাচ্ছে, গত রাত থেকে ইউক্রেনের ভেতরে ১ হাজার ২৬০টি লক্ষ্যবস্তুর ওপর তারা মিসাইল ছুঁড়েছে এবং ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে।

তারা বলছে, বিমান থেকে ছোঁড়া লক্ষ্যভেদী মিসাইল ডনবাস অঞ্চলের ১৩টি জায়গায় আঘাত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর স্লোাভিয়ানস্কও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে।

ডনেটস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি মিগ-২৯ জঙ্গি বিমান ভূপাতিত করেছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।

মারিউপোলের শেষ প্রতিরক্ষাব্যুহের ওপর প্রচণ্ড হামলা
ডনবাস অঞ্চলে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলছেন, রাশিয়ার স্পেশাল ফোর্সেস কমান্ডোরা মারিউপোলের বিশাল আযোভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেনের বাহিনীর শেষ অবস্থানের ওপর হামলা চালাচ্ছে।

এডুয়ার্ড বাসুরিন রাশিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, এসব কমান্ডোদের সাহায্য করছে রুশ বিমান এবং গোলন্দাজ বাহিনী।

ওদিকে রাশিয়ার সামরিক বাহিনী আবারো মারিউপোলের ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করার ডাক দিয়েছে। অস্ত্র নামিয়ে রাখলে তাদের প্রতি মানবিক আচরণ করা হবে বলে রুশ বাহিনী বলছে। সী অফ আযোভ উপকূলের মারিউপোল শহরের কৌশলগত গুরুত্ব অনেক।

গত মার্চ থেকে এই শহরের প্রায় চার লাখ বাসিন্দার অনেকে রুশ বাহিনীর অবরোধের মুখে আটকা পড়ে আছেন।
সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here