রাশিয়ার সেনা প্রত্যাহারের পর কিয়েভ অঞ্চল থেকে নয়শর বেশি বেসামরিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অঞ্চলটির পুলিশ প্রধান এ কথা বলেন। খবর আলজাজিরার।
কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতভ বলেন, রাশিয়ার সেনা প্রত্যাহারের পর কিয়েভ অঞ্চল থেকে ৯০০ এর বেশি বেসামরিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহগুলো রাস্তায় পড়েছি অথবা কবর দেওয়া হয়েছিল।
পুলিশের তথ্যের ওপর ভিত্তি করে কিয়েভ অঞ্চলের পুলিশ প্রধান বলেন, নিহতদের ৯৫ শতাংশের মৃত্যু হয়েছে স্নাইপার থেকে ছোড়া গুলি ও গুলির আঘাতের কারণে।
নেবিতভ বলেন, সুতরাং, আমরা উপলব্ধি করতে পারছি যে, রাশিয়ার দখলে যখন এ সব এলাকা ছিল তখন তারা রাস্তায় মানুষদের হত্যা করেছে। নিহত মানুষের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আমি মনে করি, তারা বেসামরিক নাগরিক। তাদের মরদেহগুলো ফেরেনসিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর কিয়েভ অঞ্চলে লাগাতার হামলা চালায় রুশ সেনারা। সম্প্রতি মস্কো যুদ্ধে তার লক্ষ্য পরিবর্তন করার কারণে কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে। এর পর থেকেই সেখানে রুশ সেনাদের চালানো নৃশংসতা সামনে আসছে।