ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল রাশিয়া

0
0

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া দেশটির সামরিক-বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। যদিও মস্কো বলেছিল, সামরিক স্থাপনা তাদের হামলার লক্ষ্যবস্তু থাকবে। কিন্তু ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত ইউক্রেনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য শুক্রবার জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‍মুখপাত্র ইগর কোনাশেনকভ। খবর আনাদোলুর।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের ১০০ এর বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং দুই হাজার ২০০ এর বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‍মুখপাত্র দাবি করেন, রুশ সামরিক ইউনিট কাহোভ জলবিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বহু সামরিক স্থাপনায় উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চলানো হয়েছে। যে সব জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে সেনা সদস্য, অস্ত্র ও অস্ত্রাগার ছিল।

কোনাশেনকভ বলেন, এ পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনীর ছয়টি লক্ষ্যবস্তু, ১৩২টি যুদ্ধবিমান, ১০৫টি হেলিকপ্টার, ২৪৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪৫৭টি চালকবিহীন আকাশযান(ড্রোন) ধ্বংস করেছে রাশিয়া। এ ছাড়া দুই হাজার ২২৪টি ট্যাংক ও সাঁজোয়া যান, ২৫১টি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, ৯৭১টি কামন ও মর্টার এবং দুই হাজার ১২৩টির মতো সামরিক যান ধ্বংস করা হয়েছে।

জাতিসংঘ অনুমান করছে, এ পর্যন্ত ইউক্রেনে অন্তত এক হাজার ৯৮২ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে তাদের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। এ ছাড়া আগ্রাসন শুরুর পর থেকে আহত হয়েছেন দুই হাজার ৬৫১ জন।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেন থেকে ৪৬ লাখ মানুষ পালিয়েছেন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৭০ লাখ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here