ইউক্রেনের অন্তত ৩ হাজার সেনা নিহত হয়েছে, জানালেন জেলেনস্কি

0
8

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের অন্তত তিন হাজার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার সেনা।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগ্রাসন শুরুর পর থেকে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

মাসখানেক আগে জেলেনস্কি অনুমান করেছিলেন, এক হাজার তিনশ’র মতো ইউক্রেনের সেনা নিহত হয়েছেন।

অপরদিকে বহু রুশ সেনা মারা গেছে বলে দাবি করেছেন তিনি।

 

হতাহতের সংখ্যার সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।

দুই পক্ষই হতাহত নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করেছে। যদিও দুই দেশের তথ্যের মধ্যে বিস্তর ফারাক বিদ্যমান।

সাক্ষাৎকারে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে। এ জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here