ফোন করে ছেলে বলল, ‘মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি’

0
22

ইউক্রেনের মারিউপোলে ৪৮ দিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা।

তবে এই বন্দর শহরটিতে থাকা ইউক্রেনের সেনারা এখন বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের কাছে কোনো সামরিক সহায়তা আসছে না। সঙ্গে আসছে না খাবারও।

ফলে বাধ্য হয়ে এখন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে তারা।

 

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মারিউপোলে যুদ্ধরত এইডিন আসলিন নামে এক ব্রিটিশ-ইউক্রেনীয় সেনা তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছে, মা আমরা (পুরো একটি সেনা ইউনিট) রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমাদের গোলাবারুদ ও খাবার দুটিই ফুরিয়ে গেছে।

 

ওই সেনার মা বিবিসিকে জানিয়েছেন, তার ছেলে জানিয়েছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই।

 

এ ব্যাপারে ওই সেনার মা বলেন, সে আমাকে ফোন করে বলেছে, লড়াই করার মতো কোনো অস্ত্র আর তাদের কাছে নেই।আমি আমার ছেলেকে ভালোবাসি।সে আমার হিরো।তারা কঠোর যুদ্ধ করেছে। তবে সে ভালো আছে।

 

এদিকে এইডিন আসলিন ২০১৮ সালে ইউক্রেনের মেরিন সেনা হিসেবে যোগ দেন। তিনি সিরিয়াতেও যুদ্ধ করেছেন।

 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here