ধর্ম অবমাননার অভিযোগ, গোলাপগঞ্জের স্কুলশিক্ষক আত্মগোপনে

0
0

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আসার পর তিনি আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

ওই বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গত ১৫ মার্চ অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ সুনীল দাস ক্লাসে অক্সিজেনের গুরুত্ব বোঝানোর জন্য এক ছাত্রীর নেকাব খুলতে বলেন। ওই ঘটনা ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানালে তার বাবা পরে ফেসবুকে স্ট্যাটাসে ধর্ম অবমাননার অভিযোগ আনে।

এতে ওই এলাকায় উত্তেজনা ছড়ালে শিক্ষক সেই ছাত্রীর বাড়ি যান।ওই ছাত্রীর বাবার কাছে দুঃখপ্রকাশ করলে ঘটনাটি সেখানে মিটমাট হয়। ছাত্রীর বাবাও ফেসবুকে স্ট্যাটাস দেন ‘‘মেয়ের হিজাব খোলার বিষয় আদৌ সত্য নয়’।

কিন্তু ওই ক্লাসের আরেক ছাত্রী ফেসবুকে ভিডিওবার্তায় অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করতে থাকে। এতে এলাকাবাসীর ক্ষোভ আরও প্রশমিত হয়।

উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত রোববার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডি গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। একই দিন স্থানীয় উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ মার্চ এলাকাবাসীকে নিয়ে কলেজ প্রাঙ্গণে সভা ডাকেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ। এই সভায় সমাধানের আলোচনা হলেও কিছু লোক অধ্যক্ষের শাস্তি দাবি করে। উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কে পরিবার নিয়ে এলাকা ছাড়েন সুনীল দাস। গত সোমবার পর্যন্ত তিনি এলাকায় ফিরেননি।

 

তবে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলছে, পুরো বিষয় নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। অধ্যক্ষের সঙ্গে ছাত্রীর বাসায় যাওয়া একজন শিক্ষক বলেছেন, এখানে রাজনীতি আছে।

 

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিদ্যালয়ের গভর্নিং বডি ৫ সদস্যের ও উপজেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে।

 

গভর্নিং বডি গঠিত তদন্ত কমিটির প্রধান ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমদ বলেন, ফেসবুকে সত্য-মিথ্যা মিলিয়ে ঘটনাকে বড় করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করা হবে।

 

অধ্যক্ষের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ ছিল না উল্লেখ করে গভর্নিং বডির সভাপতি মাসুম চৌধুরী জানান, ঢাকায় থাকায় তিনি তদন্ত রিপোর্ট দেখেননি। ঢাকা থেকে ফিরে সিদ্ধান্ত নেবেন। উপজেলা প্রশাসন তদন্ত করায় তাদের রিপোর্টেরও অপেক্ষা করতে হবে।

 

তদন্ত কমিটির প্রধান গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম তদন্তাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here