দেশের পূর্বাঞ্চলের সামরিক পরিস্থিতি ‘এখনও অত্যন্ত জটিল অবস্থায়’ রয়েছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।
শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, রাশিয়া উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে।
তবে তিনি সতর্ক করে বলেন, মস্কো দোনবাস অঞ্চলে ও খারকিভে ‘ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে’।
খারকিভে ধ্বংস হওয়া রাশিয়ার একটি যুদ্ধযান
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা ভাবতে পারি না যে, আমরা এখনই সব পরীক্ষায় পাস করে ফেলেছি।
এ সময় জেলেনস্কি ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, তারা বেশিদিন টিকতে পারবেন না।
এসব নেতাদের সাময়িক ‘গৌলিটার’ হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, তাদের প্রতি আমার সাধারণ বার্তা হলো— এ সহযোগিতার দায়দায়িত্ব তাদের নিতে হবে। কাল না পরশু এটি বিষয় নয়। মূল বিষয় হলো—অনিবার্যভাবে ন্যায় পুনরুদ্ধার হবে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর ৩৮তম দিনেও হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রাশিয়া সম্প্রতি ঘোষণা করে, দেশটির প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন।