ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে নর্থ মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল।
গত মঙ্গলবার রাতে পোর্তোতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ফাইনাল ম্যাচে মিডফিল্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ সমঝোতায় বলের আদান-প্রদানে মুন্সিয়ানা দেখান ফার্নান্দেজ। ম্যানচেষ্টার ইউনাইটেডের এই দুই সতীর্থের জুটি দলকে বিশ্বকাপে নিতে সহায়তা করে।
খেলার ১৪ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো। তার নেয়া বাঁ পায়ের শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্ট ঘেঁষে বল বেরিয়ে যায়। ১০ মিনিট পর ডিয়েগো জোতার হেড মাটিতে একবার ড্রপ খেয়ে বারের উপর দিয়ে চলে যায়।
৩২ মিনিটের মাথায় রোনালদোর পাসে বল নিয়ে ডি-বক্সে ঢুকে তড়িৎ গতিতে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ফার্নান্দেজ।
বিরতির পর ৬৫ মিনিটে ডিয়েগো জোতার দ্রুত নেয়া দূরপাল্লার শট থেকে বল আদায় করে ডান পায়ের দারুণ ফিনিশিংয়ে ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন।
প্রতিপক্ষ পর্তুগালকে বাকি সময়ে আর চ্যালেঞ্জ জানাতে না পারায় টানা ষষ্ঠবারের মতো পর্তুগাল বিশ্বকাপের টিকেট কাটে।