ভোপালে ৪ বাংলাদেশী গ্রেফতার

0
0

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাত-ই-মুজাহিদিন-বাংলাদেশ (জেএমবি) এর সাথে জড়িত সন্দেহে চার বাংলাদেশীকে রোববার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালের দুটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে।

বিবৃতি অনুসারে, এটিএস-এর একটি দল রোববার ভোরবেলা আইশবাগ এবং করোন্দ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেই অভিযানে গ্রেফতার হয় তাদের। অভিযুক্তরা ভাড়া করা বাসায় থাকত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অভিযুক্ত ফজহার আলি (৩২), মোহাম্মদ আকিল (২৪), জাদুরউদ্দিন পাঠান (২৪) এবং ফজহার জয়নুল আবদিন (৩২) সকলেই বাংলাদেশের বাসিন্দা। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তারা একটি স্লিপার সেল প্রস্তুত করছিল। এর মাধ্যমে তারা ভবিষ্যতে গুরুতর দেশবিরোধী ঘটনা ঘটাতে চেয়েছিল।’

জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অপরাধমূলক নথি পাওয়া গিয়েছে। এর থেকে প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছে যে, ধৃতরা জামাত-ই-মুজাহিদীন-বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এটিএসের ডেপুটি আইজিপি ডাঃ আশিস। বিদিশার বাসিন্দাসহ দুজনকেও এই মামলায় আটক করা হয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই বিষয়ে টুইট করে লেখেন, ‘ভোপালে যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিষিদ্ধ সংগঠন জামাত-ই-মুজাহিদিন বাংলাদেশের সন্দেহভাজন সদস্য। আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস এবং নথি উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাস ছড়ানোর যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: টিওআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here