কবর ছাড়া কোনো শান্তির জায়গা থাকবে না: জেলেনস্কির হুঁশিয়ারি

0
0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার কোনো সেনা যুদ্ধাপরাধ করলে কবরে যেতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে স্থানীয় সময় গতকাল রোববার রাতে মস্কোর সেনাবাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন জেলেনস্কি। খবর বিবিসির।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হামলা চলাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হত্যা করলে রুশ সেনাদের বিচারের মুখোমুখি হতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এভাবে হামলার শিকার হয়ে ইউক্রেনে কত পরিবার মারা গেছে? আমরা কাউকে ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। এ যুদ্ধে যারা নৃশংস হামলা চালিয়েছে, তাদের সবাইকে আমরা আমাদের দেশেই শাস্তি দেব।’

ইউক্রেন প্রেসিডেন্ট রুশ সেনাদের উদ্দেশে আরও বলেন, ‘পৃথিবীতে তোমাদের জন্য কবর ছাড়া আর কোনো শান্তির জায়গা থাকবে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী যত হামলা চালিয়েছে, তা যথেষ্ট নয়। রুশ সেনাবাহিনী বিভিন্ন এলাকা ধ্বংস করে ও প্রাণ নিয়েই শান্ত হয়নি। তারা আরও মানুষ হত্যা করতে চায়।’

 

রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য যথেষ্ট নয়।

ইউক্রেনে রাশিয়ার হামলার ১২ দিন আজ সোমবার। গতকাল রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের ভিনিতসিয়া বিমানবন্দর ধ্বংস হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন। তিনি বলেছেন, ভিনিতসিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। নিক্ষেপ করা হয়েছে আটটি রকেট। বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন বন্দরনগরী ওডেসায় গোলা নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তার ভাষ্যমতে, রুশ সেনারা ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করতে দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা পূর্বাঞ্চলীয় মারিওপোলের পাশাপাশি সুমি অঞ্চল মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। সুমি অঞ্চলের দুই শহর ওখতিরকা ও ত্রোস্তিয়ানেতস পানি ও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ইউক্রেনে রুশ হামলায় ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। যদিও ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্যমতে, এ সংখ্যা দুই হাজারের বেশি। আর হামলা শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। এদিকে গতকাল রাশিয়ার অন্তত ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here