ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা (বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে রাত একটা) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রোববার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বেসামরিক বাসিন্দারা এই সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।
মারিউপোলের শহর কর্তৃপক্ষ অনুরোধ করেছে, যারা ব্যক্তিগত গাড়িতে, তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন। সব গাড়ির সব আসনে যাত্রীপূর্ণ করে নেয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে, শনিবার উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু রাশিয়ান বাহিনী যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি বোমা হামলা অব্যাহত রাখায় তা ভেস্তে যায়।