আনুশকা আমার শক্তি, শততম টেস্টে কোহলি

0
0

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেমেছে ভারত। এ ম্যাচ দিয়েই নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ১২তম ভারতীয় হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। ম্যাচ শুরুর আগে তাকে বিসিসিআইর তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। কোচ রাহুল দ্রাবিড় তাকে একটি বিশেষ ক্যাপ ও স্মারক দেন। সঙ্গে ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা ও ভাই বিকাশ কোহলি।

 

বিসিসিআই টিভির সঙ্গে কথা বলার সময় ক্যারিয়ারে এ পর্যন্ত আসাতে পরিবার, কোচ এবং আনুশকাকে ধন্যবাদ দেন কোহলি। ভারতীয় এই তারকা বলেন, ‘আমার জীবনে আনুশকার প্রভাব অনেক অনেক বেশি। সে আসার পর আমি ইতিবাচকভাবে পুরো পাল্টে গেছি। সঠিক পথে নিজেকে গড়ে তুলেছি। এমন একজন জীবনসঙ্গী মিলিয়ে দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে ২০১৩ সালে আনুশকার সঙ্গে পরিচয় হয়েছিল কোহলির। তারপর থেকেই মন দেওয়া নেওয়া শুরু। ২০১৭ সালে বিয়ে করেন এই জুটি। এরপর থেকে কোহলির ক্যারিয়ারে প্রত্যক্ষ অবদান রাখছেন আনুশকা। কোহলি জানান, ‘সে আমার শক্তির অন্যতম স্তম্ভ। দাম্পত্যজীবন নিয়ে লোকে অনেক কিছুই বলে, আনুশকা আসার পর আমি তার সত্যিকার অর্থ বুঝতে পেরেছি। সে আমার জীবনে না এলে এত মসৃণভাবে, এতটা উদ্যম নিয়ে এগোতে পারতাম না।’

 

মাইলফলক স্পর্শ করার বিশেষ এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানান এই ক্রিকেটার। তিনি বলেন, ‘এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত। আমার স্ত্রী এখানে আছে, আমার ভাইও আছে। তারা সবাই খুব গর্বিত। এটা দলীয় খেলা, তাই তোমাদের (সতীর্থ) সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না। বিসিসিআইকেও ধন্যবাদ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here