প্রেমের টানে রাতের আঁধারে বাংলাদেশে ভারতীয় কিশোরী, অতঃপর…

0
0

বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রতনদিঘী গ্রামের ইসরাইলের ছেলে আব্দুল লতিফ রকিবের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতীয় এক কিশোরীর। তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানী গ্রামের মেয়ে।

 

প্রায় এক যুগ আগে রাকিব বর্ডার পার হয়ে ভারতে ওই কিশোরীর বাড়িতে আশ্রয় নেয়। তারপর তার ভাইয়ের সাথে কেরালা রাজ্যের এক হোটেলে কাজ শুরু করেন।

পূজাপার্বন আর ঈদের ছুটিতে তিনি ওই বাড়িতে যাতায়াত করতেন। এভাবেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা গোপনে বিয়েও করেন। কিন্তু কিশোরীর বাবা বাংলাদেশী ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি হননি।

 

তাই গত একমাস আগে রাকিব বাংলাদেশে চলে আসে।এদিকে কিশোরীর সাথে মোবাইলে যোগাযোগ চলতে থাকে। সে বাংলাদেশে চলে আসতে চায়। সম্প্রতি রাতের অন্ধকারে তেঁতুলিয়ার সীমান্তের কাঁটাতার ভেদ করে ৪৪৪ মেইন সাব পিলার-২ অতিক্রম করে মহানন্দা নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন কিশোরী।

সেখানে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ওঠেন তিনি। কানাকানি হতে হতে খবর পায় আইন শৃংখলাবাহিনী। তারা কিশোরীকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে প্রেমিকা কিশোরীকে আনতে তেঁতুলিয়া ছুটে যায় প্রেমিক রাকিব। কিন্তু তেঁতুলিয়া পৌঁছেই জানতে পারেন তার প্রেমিকা পুলিশের হাতে বন্দি।

 

তিন মাস আগে ভারতে বিয়ে হওয়ার কথা জানান দুজনেই। কিন্তু বিয়ের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি তারা। দু’জন দু’জনকে না পাওয়ার কষ্টে হাউমাউ করে কাঁদতে থাকেন দু’জনই। থানায় গিয়ে কিশোরীকে নিজের কখনো প্রেমিকা কখনো বউ বলে দাবি করে ছেড়ে দিতে বলেন তিনি। কিন্তু দু’জনের ভালোবাসায় প্রাচীর হয়ে দাঁড়ায় সীমান্ত আইন।

সবশেষে ফিরেই যেতে হলো প্রেমিকাকে। শুক্রবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তাকে তুলে দেয়া হয়।

 

তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের তেলিপাড়া সীমান্তে ৪৪৩ নম্বর মেইন পিলার এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাকে হস্তান্তর করে। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি’র ১৮ ব্যাটালিয়ানের তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার আব্দুল মোতালেব ও ভারতের হাফটিয়াগঞ্জ বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কোম্পানী কমান্ডার কমল সিং।

 

প্রথমে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪৩ নং মেইন পিলারে পতাকা বৈঠক বসে। পতাকা বৈঠকে ভারতীয় কিশোরীকে হাজির করে তার কাছ থেকে সংগ্রহ করা হয় পারিবারিক সকল তথ্য। সে তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টায় ওই মেইন পিলারে পতাকা বৈঠক বসে। মেয়ের খবরে ছুটে আসেন তার বাবা-মা। মডেল থানা পুলিশ বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেন কিশোরীকে।

 

ওসি আবু ছায়েম মিয়া জানান, ভারতীয় ওই কিশোরী বয়সে নাবালিকা হওয়ায় মানবিক কারণে বিএসএফের কাছে হস্তান্তর করে মা-বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here