এমবাপের গোলে শেষ মুহূর্তে হারল রিয়াল

0
0

ইউরোপিয়ান ফুটবলে অন্যতম আলোচনার বিষয় কাইলিয়ান এমবাপের দলবদল। মেসি-নেইমারদের সঙ্গ ছেড়ে ফ্রেঞ্চম্যানের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এখন সময়ের ব্যাপার। আর সেই এমবাপের গোলেই পিএসজির কাছে হেরে গেল লস ব্লাঙ্গোস।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। এর ফলে শেষ আটে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ফ্রেঞ্চ জায়ান্টরা।

স্কোরলাইন মোটেও খেলার প্রকৃত চিত্র তুলে ধরছে না। মেসি-নেইমার-এমবাপেরা রিয়ালকে রীতিমতো কোণঠাঁসা করে রেখেছিল। পিএসজির নেয়া ২১টি শটেই আটটি ছিল লক্ষ্য বরাবর। এর বিপরীতে রিয়াল নিতে পেরেছে মোটে তিনটি শট। বিস্ময়কর ব্যাপার পুরো খেলায় একটি শটও তারা লক্ষ্যে নিতে পারেনি। ৫৭ শতাংশ সময় বল পজিশন ধরে রাখাতেও পিএসজি প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল।

১৮ মিনিটের মাথায় এমবাপের বাঁ পায়ের ভলি প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বিরতির পর ৫০ মিনিটে কর্তোয়া আবারো এমবাপের শট ঠেকান। দুই মিনিট পর নুনো মেন্ডেসের দেয়া দূরপাল্লার শট প্রতিহত করে কর্তোয়া রিয়ালের জাল অক্ষত রাখার লড়াই চালিয়ে যান।

ডি বক্সের ভেতর দানি কারভাহাল এমবাপেকে করেন ফাউল। রেফারি বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি। ৬১ মিনিটে লিওনেল মেসির নেয়া স্পট কিক ঠেকিয়ে দেন কর্তোয়া। তাতে স্বাগতিক শিবিরে বাড়ে হতাশা।

ইনজুরিতে পড়ার পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে এই ম্যাচে মাঠে নামেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার। যদিও শুরু থেকে খেলেননি, ৭২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে তিনি নেমেছিলেন। কোচ মাউরিসিও পচেত্তিনো নেয়া এই কৌশল শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়।

নির্ধারিত সময়ের খেলা পেরিয়ে গেলেও মিলছিল না গোলের দেখা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এসে ভাঙে ডেডলক। নেইমারের বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরহ কোণ থেকে শট নেন এমবাপে। কর্তোয়ার দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পার্ক ডে প্রিন্সেসের গ্যালারি।

আগামী ৯ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের খেলায় দুই দল মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here