দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১ হাজার ছাড়াল

0
0

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন, আর মারা গেছেন ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৩৪টি।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ১০ হাজার ৮৮৮ জনের এবং করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান মারা গিয়েছিল ৪ জন। এদিন শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here