শাবিপ্রবি’তে উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ

0
0

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবাসিক হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজও উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানিয়েছে, অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে ভিসি পুলিশ দিয়ে ক্যাম্পাসের ভেতরে বেগম সিরাজুন্নেছা হলের শিক্ষার্থীদের নির্যাতন চালিয়েছেন। এ কারণে তারা ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলে শিক্ষার্থীরা সেই নির্দেশ না মেনে হলে অবস্থানের ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার থেকে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে বেগম সিরাজুন্নেছা হলের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল। রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও এবার ভিসির পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করা হচ্ছে।

 

ছাত্র বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here