আরব আমিরাতে হুতিদের ড্রোন হামলায় নিহত ৩, বিমানবন্দরে আগুন

0
9

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবারের এই বিস্ফোরণে আরও ৬ জন আহত এবং আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের একটি নির্মাণ স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি আমিরাতে ড্রোন হামলা চালানোর দাবির পর আবু ধাবি কর্তৃপক্ষ এই হতাহত এবং অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে।

আবু ধাবি পুলিশ বলছে, মুসাফফাহ শিল্পাঞ্চলের কাছে তেল কোম্পানি এডিএনওসির একটি গুদামের পার্শ্ববর্তী এলাকায় তিনটি তেলবাহী ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে একটি নির্মাণ স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে।

আমিরাতে ট্যাংকার বিস্ফোরণে নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি প্রবাসী বলে দুবাই পুলিশ নিশ্চিত করেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতরা হালকা অথবা মাঝারি জখম হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি আছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা ওয়াম দেশটির পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে বলেছে, ‘প্রাথমিক তদন্তে উভয় স্থানে ছোট বিমানের কিছু অংশ পাওয়া গেছে; যা সম্ভবত ড্রোনের এবং এ কারণে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে থাকতে পারে।’ তবে এই ঘটনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

সউদী আরবের নেতৃত্বে থাকা এ জোটের অন্যতম প্রধান সদস্য সংযুক্ত আরব আমিরাত। হুতিরা প্রায়ই সউদী আরব ও আরব আমিরাতের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে থাকে। এছাড়া, দেশগুলোর বিমানবন্দর, তেলের পাইপলাইন এবং সামরিক নৌযান লক্ষ্য করেও মিসাইল হামলা চালিয়ে থাকে বিদ্রোহী গোষ্ঠীটি। সূত্র : আল জাজিরা

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here