জাতিসংঘে ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত

0
0

জাতিসংঘে এবার ইরান ও ভেনেজুয়েলাসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করা হয়েছে। জানা গেছে, বকেয়া পরিশোধ না করার জেরে তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

 

এমনটাই জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিত গুতেরেস। তিনি এক চিঠিতে বলেছেন, ১১টি দেশের বকেয়া রয়েছে।

তাদের মধ্যে আটটি দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হয়েছে।

জাতিসংঘের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো দেশ টানা দুই বছর বকেয়া পরিশোধ না করে, তাহলে সেই দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হবে।

 

তবে যদি কোনো দেশ বকেয়া পরিশোধ না করার সঠিক কারণ দেখিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়, সে ক্ষেত্রে জাতিসংঘ তা বিবেচনা করার কথা। এবারও সে ধরনের ঘটনা ঘটেছে।

কমোরো দ্বীপ, সাও টম অ্যান্ড প্রিন্সিপে এবং সোমালিয়া এ ধরনের অনুরোধ করেছিল জাতিসংঘে। জাতিসংঘ মহাসচিব ওই দেশগুলোর করুণ অবস্থা বিবেচনা করেছেন।

 

সূত্র : বার্নামা ডটকম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here