বহুবিবাহের অনুমতির বিধান বিষয়ে হাইকোর্টের রুল

0
0

স্ত্রীদের সমান অধিকার নিশ্চিত না করে বহুবিবাহের আইনি প্রক্রিয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই বিষয়ে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

আজ বুধবার এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে বহুবিবাহের অনুমতি সংক্রান্ত মুসলিম পারিবারিক আইনের ৬ ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটে বহুবিবাহের অনুমতি সংক্রান্ত মুসলিম পারিবারিক আইনের ৬ ধারা অসাংবিধানিক ঘোষণার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, ইসলামি শরিয়তে স্ত্রী থাকাবস্থায় পুরুষের একাধিক বিয়ের বিধান রয়েছে। আর একসঙ্গে ৪ জন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি থাকলেও পবিত্র কোরআনে সকলের সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬ ধারায় সকল স্ত্রীর সমান অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here