লকডাউন এখনই নয়; তবে খাবারের দোকানে বসে খেতে হলে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখনই লকডাউনের বিষয়ে ভাবছি না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেয়া হবে। টিকা সনদ ছাড়া কাউকে খাবার পরিবেশন করলে ওই রেস্তোরাঁকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, কোন কোন ক্ষেত্রে কেমন বিধি-নিষেধ আসছে, এ বিষয়ে ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেয়া হবে।