ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

0
0

ভারতে হাজার ছাড়ালো ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা। ২৬৩ সংক্রমণ শনাক্তের মাধ্যমে শীর্ষে দেশটির রাজধানী নয়াদিল্লি।

 

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১১শ’ ৫৯ জনের শরীরে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট। দেশের ২২ রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। তালিকায় দিল্লির পরের অবস্থানেই মহারাষ্ট্র; মিলেছে ২৫২টি কেস। তাছাড়া গুজরাটে ৯৭ জন, কেরালায় ৬৫ ও তেলেঙ্গানায় ৬২ জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট।

 

চিকিৎসকদের দাবি, মারাত্মক সংক্রামক হলেও উপসর্গ অতীতের মতো প্রকট নয়। সে কারণে বাড়িতে থেকেই চিকিৎসা করানো যাচ্ছে। ভারতে ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here