ব্যবসায়ীর বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১৫০ কোটি রুপি উদ্ধার

0
0

ভারতের কানপুরের ব্যবসায়ী পীযুষ জৈন’র বাসায় আয়কর বিভাগ তল্লাশি চালিয়ে নগদ ১৫০ কোটি রুপি উদ্ধার করেছে।

শুক্রবার সকালে আইটি ডিপার্টমেন্ট এই তথ্য জানায়। তাদের প্রকাশিত দুইটি ছবির একটিতে দেখা যায়, দুটি বড় ওয়ার্ডোবে নগদ টাকা ভর্তি করে রাখা হয়েছে। টাকার বান্ডিলগুলো প্লাস্টিকে কভারে হলুদ টেপ দিয়ে মুড়িয়ে সুরক্ষিত রাখা হয়েছিলো। প্রতিটি ছবিতে এই ধরনের ৩০ টিরও বেশি বান্ডেল দৃশ্যমান হয়েছে।

আরেকটি ছবিতে দেখা যায়, আইটি ও জিএসটি কর্মকর্তারা একটি রুমের মাঝখানে ফুলের চাদরে বসে আছেন, তাদের চারপাশে নগদ টাকার স্তুপ জমে আছে এবং তিনটি নোট গণনার মেশিন রয়েছে। এখনও নগদ অর্থের গণনা চলছে। এই তল্লাশি শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং যা এখনো চলমান । আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে উত্তর প্রদেশের কানপুর, মুম্বাই এবং গুজরাটে তল্লাশি চালানো হয়।

 

এ তল্লাশি পরিচালিত হয় পণ্য ও পরিষেবা দপ্তর (জিএসটি) এর উদ্যোগে, তাদের সাথে আইটি এবং আয়কর বিভাগও যুক্ত ছিলো।

জিএসটি বিভাগ জানায়, এসব নগদ অর্থ বিভিন্ন কাল্পনিক ফার্মের নামে তৈরিকৃত ভুয়া চালানের সাথে সম্পর্কিত, যেগুলোর কোনো ই-বিল নেই।

জৈনের বাসা থেকে এরকম ৫০ হাজার রুপি সমমূল্যের এরকম ২০০ টি ভুয়া চালান উদ্ধার করা হয়। এছাড়া এ ব্যবসায়ীর বাসার গুদামঘর থেকে ৪ টি ট্রাক জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here