ঘূর্ণিঝড় জাওয়াদ: সেন্টমার্টিনে আটকে আছে ৩ শতাধিক পর্যটক

0
0

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এজন্য রোববার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজ বন্ধ থাকায় প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক।

অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কক্সবাজারের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ দিনের শেষাংশে এটি আরো দুর্বল হয়ে যেতে পারে। বৃষ্টি ঝরিয়ে এটি স্থলভাগের উঠে যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে চার সমুদ্রবন্দরকে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এখনো বলবৎ রয়েছে। উত্তাল রয়েছে সাগর।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানিয়েছেন, রোববার সকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানিয়েছেন, সেখানে তিন শতাধিক পর্যটক আটকে আছে। তবে তারা সবাই ভালো আছে, তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here