মিয়ানমারে ঠাণ্ডা মাথায় ৬৫ জনকে হত্যার নতুন প্রমাণ

0
0

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নৃশংসতার নতুন প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ( এইচআরডব্লিউ)। জান্তাবিরোধী বিক্ষোভে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয় ৬৫ জনকে।

মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গেল মার্চে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৬৫ জন নিহত হয়। ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে তাদের গুলি করে হত্যা করা হয় বলে প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও বিক্ষোভের দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরী করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ছিল প্রায় দুইশো সেনা সদস্য।

বিশ্লেষণে জানা যায়, বিক্ষোভ কিংবা সহিংসতা দমনের জন্য নামানো হয়নি ওই দুইশো সেনা সদস্য। বরং পরিকল্পিত হত্যাকাণ্ডই ছিল সেনা সদস্যদের লক্ষ্য। তাদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

প্রসঙ্গত, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here