জয়ের অভিষেক, সাকিব-খালেদকে নিয়ে শুরুতে বোলিং

0
0

টেস্ট অভিষেক হল মাহমুদুল হাসান জয়ের। সাকিব আল হাসান ফিরলেন। চোটমুক্ত হয়ে ফেরা হল না তাসকিন আহমেদের। প্রথম টেস্টে খেলা আবু জায়েদ রাহির জায়গায় খেলছেন আরেক পেসার খালেন আহমেদ। মিরপুরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।

শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী অধিনায়ক বাবর আজম টস জিতে শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুমিনুল হকদের। চট্টগ্রামে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে পাকিস্তান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে নামা হল না চট্টগ্রামে খেলা সাইফ হাসানের। টাইফয়েডের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। সাদমান ইসলামের সঙ্গে হোম অব ক্রিকেটে ওপেন করবেন অভিষিক্ত জয়।

বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ২১ বর্ষী ডানহাতি ব্যাটার মাহমুদুল হাসান জয়ের অভিষেক হল।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here