রূপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় তাজাকিস্তানের প্রকৌশলী নিহত

0
0

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মানাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত অবস্থায় মালামাল বহনকারী একটি গাড়ির ধাক্কায় বারজাহান (৩৫) নামের একজন বিদেশি প্রকৌশলী নিহত হয়েছেন।

 

প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত বারজাহান তাজাকিস্তানের নাগরিক। শুক্রবার দুপুরে রূপপুর প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে।

রূপপুর প্রকল্প ও ঈশ্বরদী থানা সূত্র জানায়, প্রকল্পের ভেতরে কর্মরত অবস্থায় তাকে পেছন থেকে মালামাল বহনকারী একটি গাড়ি ধাক্কা দেয়। ওই গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পোস্টমর্টেম শেষে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here