দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ; সম্ভাব্য একাদশ

0
0

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় হোম অব ক্রিকেট মিরপুরের শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

হার দিয়ে সিরিজ শুরু করলেও এই ম্যাচে বাংলাদেশর একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সবার আগে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে রান চায় টিম ম্যামেনজমেন্ট। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অধিনায়ক তুষ্ট থাকায় পরিবর্তনের সম্ভাবনা কম।

 

অন্যদিকে পাকিস্তান একাদশও থাকতে পারে অপরিবর্তিত। জয় পেলেও প্রথম ম্যাচে দলের বোলিং পারফরম্যান্সে খুশি ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

 

সম্ভাব্য একাদশ

 

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

 

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here