হামলা প্রমাণ করে আমাদের দলকে সরকার ভয় পায়: রেজা কিবরিয়া

0
0

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘গণ অধিকার পরিষদের নেতাদের ওপর টাঙ্গাইলে হামলাই প্রমাণ করে আমাদের দলকে সরকার ভয় পায়। কারণ আমরা জোর গলায় অনেক কিছু বলি।’

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

এই কর্মসূচির ঘোষণা দিয়ে ড. রেজা কিবরিয়া বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি পালিত হবে।এ সময় তিনি বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা নিবির পাল ও মানিক শীলের নেতৃত্বে বুধবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

রেজা কিবরিয়া বলেন, ‘এই সরকারের কী পরিণতি হবে এটা আমরা আন্দাজ করতে পারি। দুনিয়াতে এমন অনেক সরকার ছিল, কিন্তু এক সময় না এক সময় তাদের সরে যেতে হয়েছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবো।’

দলটির সদস্য সচিব নুরুল হক নুর বলেন, তাদের কারণে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের একাধিপত্য কমে আসছে। ডাকসু নির্বাচনের পর তাদের নেতা-কর্মীরা সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান করছে। এ কারণে তাদের ওপর হামলা হচ্ছে।

টাঙ্গাইলে হামলার ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি জানিয়ে নুর বলেন, ‘মামলা করলে আমাদের নেতাকর্মীদের জড়াবে। কিংবা ওদের নামে একটা মামলা করলে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টা মামলা করবে। এ জন্য আমরা আইনের দারস্থ হয়ে খুব একটা সুবিধা করতে পারবো বলে মনে হয় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here