বাবার পরকীয়া দেখে ফেলায় মেয়েকে হত্যা!

0
20

কুমিল্লার দেবিদ্বারে শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের অভিযানে আটক পিতা আমির হোসেনসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের হয়েছে। আটকদের দেবিদ্বার থানায় হস্তান্তর করার পর বুধবার রাতে মামলা করেন নিহত ফাহিমার মা হোছনা আক্তার। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার আসামিদের মধ্যে চারজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হোছনা আক্তারের দায়ের করা মামলার আসামিরা হলেন দেবিদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে ফাহিমার পিতা এবং বাদীর স্বামী ট্রাক্টর চালক মো. আমির হোসেন (২৫), মো. হাবিবুর রহমানের পুত্র মো. রেজাউল ইসলাম ইমন (২৪), মো. আবুল কালামের স্ত্রী লাইলী আক্তার (৩০), লিলু মিয়ার পুত্র মো. রবিউল ইসলাম (১৯), ফারুক মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক সোহেল রানা (৩০)।

মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, আটক ৫ আসামিকে বৃহস্পতিবার কুমিল্লা ৪নং আমলি আদালতে হাজির করা হলে আদাল‌তের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার নিকট বিকেল ৫টায় লাইলী বেগম ফাহিমা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। বাকি ৪ আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪দিন করে রিমান্ড মঞ্জুর করে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদী হোছনা আক্তার তার এজাহারে উল্লেখ করেন, মো. আমির হোসেন আমার স্বামী ও অন্যান্য আসামিরা আমার প্রতিবেশী হয়। আমাদের সংসারের একমাত্র কন্যা সন্তান ছিল ফাহিমা আক্তার (৫)।

আমার স্বামী পেশায় একজন ট্রাক্টর চালক। আমার স্বামী প্রতিবেশী ৩ সন্তানের জননী লাইলী বেগমের সাথে অনৈতিক কাজ করার সময় আমার মেয়ে ফাহিমা দেখে ফেলে এবং এ ঘটনার আমার নিকট জানিয়ে দেয়ার কথা বললে ওরা ঘটনার সাক্ষী মুছে ফেলতে আমার মেয়েকে হত্যা করে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ভোরে নিজ বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের নজরুল ইসলাম মাস্টারের বাড়ির সামনে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশের খাল সংলগ্ন একটি ব্রিজের গোড়ায় বাজারের ব্যাগে মানুষের পা বেরিয়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here