খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

0
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। পরে তাকে হাসপাতালটির ব্লক ‘বি’-এর সাত হাজার ২০৫ নম্বর কেবিনে ভর্তি দেওয়া হয়।

বিকেল ৫টা ১০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাফরুল কবির খান সমকালকে এ তথ্য জানান।

এর আগে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার সাক্ষরিত ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে লেখা চিঠিতে এ বিষয়ে জানা গেছে।

এর আগে গত ১২ অক্টোবর গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here