চট্টগ্রামে ২য় ডোজ গণটিকাদান শুরু

0
0

চট্টগ্রামে দ্বিতীয় ধাপের গণটিকাদান শুরু হয়েছে। জেলায় সাড়ে তিন লাখের বেশি মানুষ টিকার ২য় ডোজ পাবেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে আগের নির্ধারিত বুথ ও কেন্দ্রগুলোতে এ টিকাদান শুরু হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, গত ২৮ সেপ্টেম্বর যাদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল তাদেরকেই ২য় ডোজ দেওয়া হচ্ছে । নগরের প্রত্যেক ওয়ার্ডে তিনটি বুথে দেড় হাজার জনকে এ টিকা দেওয়া হবে। মহানগরে ৬০ হাজার ৭০২ জনকে ১ম ডোজ টিকা দেওয়া হয়েছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গণটিকার আওতায় উপজেলা পর্যায়ে ২০০ ইউনিয়নে ২য় ডোজ দেওয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে দেড় হাজার জন টিকা পাবেন। নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না। টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।

প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর গণটিকাদান কার্যক্রমে নগর ও উপজেলায় ৩ লাখ ৪৭ হাজার ৪১৮ জনকে সিনোফার্মের ১ম ডোজ টিকা দেওয়া হয়। এর মধ্যে মহানগর এলাকায় ৬০ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৭১৬ জন ১ম ডোজ টিকা পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here