লিটনের পর ফিরলেন মুশফিকও

0
0

এবার বাংলাদেশের সামনে পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাওয়ার খাতা-কলমে সুযোগ আছে এখনো প্রতিটি দলেরই। পাপুয়া নিউগিনিকে মোটামুটি একটা ব্যবধানে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরের রাউন্ড। ওমানের মাসকটে আল আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।

আগে ব্যাটিং করতে নেমে মোরেয়ার প্রথম বলেই খোঁচা দেন মোহাম্মদ নাঈম। তবে সেটা উইকেটরক্ষকের ঠিক আগে পড়ায় বেঁচে যান নাঈম। এর পরের বলেই ফ্লিক করে উড়িয়ে মারেন। সেখানে দাঁড়ানো সেসে বাউক সেটি তালুবন্দী করতে ভুল করেননি। বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট। আগের ম্যাচে ফিফটি করা নাঈম এদিন ফিরেছেন কোন রান না করেই। উইকেটটি নেন কাবুয়া মোরেয়া।

নাঈমের বিদায়ের পর লিটনকে নিয়ে দলের হাল ধরেন সাকিব। পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪৫। টুর্নামেন্টে প্রথম ছয় ওভারে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের। স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ২৫ রান, ওমানের বিপক্ষে ২৯ রান তুলতে হারিয়েছিল ২ উইকেট।

 

দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ার পর বিদায় নিলেন লিটন। আসাদ ভালার বলে সেসে বাউর ক্যাচ হন লিটন। ২৩ বলে একটি করে চার ও ছয়ে ২৯ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৭ রান।

শেষ ম্যাচে জয় পাওয়ায় আগের একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে পাপুয়া নিউগিনির দলে এসেছে এক পরিবর্তন। টনি উরার পরিবর্তে দলে ঢুকেছেন দামিয়েন রাভু।

এর আগে বাংলাদেশ বাছাইপর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পরিস্থিতি সৃষ্টি করে। এরপর দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পেয়ে বিশ্বকাপের সুপার টুয়েলেভের আশা জিইয়ে রাখে টাইগাররা। শেষ ম্যাচে পিএনজির বিপক্ষে হারলেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে মূল পর্বে জায়গা করে নেয়ার।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ:

লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আটাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিং ডরিগা, চ্যাড সোপার, ডেমিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here