মাঝিপাড়া পুড়িয়ে দিয়ে ১৭টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা

0
0

রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ ও হামলার সময় ১৭টি গরু লুট করে নিয়ে যায়। এছাড়া তাদের দেওয়া আগুনে দু’টি গরু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। লুট হওয়া ১৭টির মধ্যে ৬টি গরু উদ্ধার করে মালিককে ফেরত দিয়েছে পুলিশ। অন্যগুলোর এখনও হদিস মেলেনি।

রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় সরেজমিনে কথা হয় অমূল্য চন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, ‘রোববার বিকেলে ফেসবুকে ধর্ম অবমাননাকর অভিযোগ তুলে কিছু দুষ্কৃতকারী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৫ থেকে ৩০টি জেলের বাড়িতে হামলা চালায়। এ ঘটনার পর তারা রাত ৯টার দিকে আবারও সংঘবদ্ধ হয়ে মাঝিপাড়ার চারদিকে ঘিরে ফেলে। এ সময় তারা অন্তত ৩৫টি বাড়িতে আগুন দেয়।’

ঢাকা-রংপুর মহাসড়ক ধরে পীরগঞ্জ উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দক্ষিণে গিয়ে চতরাগামী পাকা রাস্তা। সেখান থেকে দেড় কিলোমিটার পশ্চিমে গেলেই আখিরা নদীর ওপর ব্রিজ। ব্রিজ পার হয়ে হাতের বামপাশে নদীর তীরে মাঝিপাড়া গ্রামের অবস্থান। এ গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন অমূল্য চন্দ্র দাস।

অমূল্য চন্দ্র দাসের একটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা 

তিনি বলেন, ‘ওইদিন দুর্বৃত্তরা আমার একটি, নিরাপদ চন্দ্রের একটি, সারথী রানীর একটি, ভবেশ চন্দ্রের ৪টি, বিজয়ের একটি, রনজিতের একটিসহ মোট ১৭টি গরু লুট করে নিয়ে যায়। তাদের দেওয়া আগুনে দেবেন্দ্রনাথের ২টি গরু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে ৬টি গরু উদ্ধার করে মালিককে ফেরত দিয়েছে পুলিশ। অন্যগুলোর এখনও পাওয়া যায়নি।’

উল্লেখ্য, ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here